কি তালিম নিলেন তাহারা?

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত কয়েক দিন যাবৎ নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও আওয়ামীলীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সঙ্গে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের শীর্ষ তিন নেতার একটি ছবি ঘুরপাক খাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে শামীম ওসমান সোনারগাঁয়ের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে কি যেনো বলছিলেন। ফেসবুকে এমন ছবি প্রকাশিত হওয়ার পর অনেকেই মন্তব্য করেছেন ‘কি তালিম (উপদেশ) নিলেন তাহারা? কেউ কেউ মন্তব্য করেছেন ‘তাহলে সকলে এক পীরের (মুরুব্বী) মুরিদ?’। আরো অনেকে নানা মন্তব্য করেছেন।

তবে ঘটনা সুত্রে জানাগেছে, গত ৬ অক্টোবর বৃহস্পতিবার রাতে শহরের ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন এমপি শামীম ওসমান। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ শহর, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের প্রায় ৬হাজার তৃণমূল নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এসময় শীর্ষস্থানীয় নেতাদের সামনে বিভিন্ন এলাকার কর্মীরা বক্তব্য দেন, অনেকে দেশাত্মবোধক গান পরিবেশন করেন। সবশেষে ছিল ভুড়িভোজ। এসময় জেলা ও মহানগর আওয়ামীলীগের শীর্ষ ও তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

IMG 20221008 090653

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। অনুষ্ঠানের মাঝে এমপি শামীম ওসমানের সঙ্গে তারা কথা বলেন। ওই সময় শামীম ওসমান রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় সোনারগাঁয়ের নেতারা খুব মনোযোগ দিয়ে শামীম ওসমানের কথা শুনছিলেন। তাদের পাশেই দাঁড়িয়ে ছিলেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগীর আহমেদ, সোনারগাঁও উপজেলা আওয়া যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও সেক্রেটারি আলী হায়দার।

তবে ফেসবুকে এসব মন্তব্য আসার কারন সম্পর্কে স্থানীয়রা জানান, মুলত কায়সার হাসনাত মেয়র আইভী অনুসারি হিসেবে পরিচিতি। শামীম ওসমানের সঙ্গে কায়সার হাসনাতের দুরত্ব দীর্ঘদিনের। কায়সার অনুগামী নেতাকর্মীরা সব সময় ফেসবুকে শামীম ওসমানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। অতীতে অধিকাংশ আইভীর অনুষ্ঠানে কায়সারকে দেখা গেলেও শামীম ওসমানের অনুষ্ঠানে তেমন একটা দেখাও যায়নি।

গত ৩ সেপ্টেম্বর সোনারগাঁও ‍উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সেক্রেটারি হোন কায়সার হাসনাত। ২৭ আগস্ট নগরীতে শামীম ওসমানের সমাবেশে কায়সার হাসনাতের উপস্থিতিতেই অনুমান করা গিয়েছিলো যে, কায়সার হাসনাত সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের নেতৃত্ব পাচ্ছেন। ঠিক তাই হয়েছে। এবার ৬ অক্টোবরেও শামীম ওসমানের অনুষ্ঠানে দেখা গেলো দলবল নিয়ে হাজির কায়সার হাসনাত!