আদালতপাড়ায় প্রচারণায় চাঙ্গা জুয়েল-রনি প্যানেল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আইনবীজী সমিতি কার্যকরী পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল ব্যাপক প্রচারণায় নারায়ণগঞ্জের আদালতপাড়ায় চাঙ্গা হয়ে উঠেছেন প্রার্থীরা। নির্বাচনে প্রার্থীরা একইসঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন আইনজীবীদের দ্বারে দ্বারে গিয়ে তারা ভোট প্রার্থনা করছেন।

৯ জানুয়ারি রবিবার নারায়ণগঞ্জ আদালতপাড়ায় দুপুরে আওয়ামীলীগের কয়েকশো আইনজীবীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগের প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট রবিউল আমিন রনি পরিষদের সকল প্রার্থীরা।

নির্বাচনী প্রচারণার সময় উপস্থিত ছিলেন-নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূইয়া, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাসুদ উর রউফ, পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল সহ সিনিয়র জুনিয়র অন্যান্য আইনজীবীগণ।

আইনজীবীরা জানান, আইনজীবী সমিতির দুই বারের নির্বাচিত সাবেক সভাপতি ডায়নামিক লিডার খ্যাত অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও আইনজীবী সমিতির বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আদালতপাড়ায় ক্লিন ইমেজধারী অ্যাডভোকেট রবিউল আমিন রনির নেতৃত্বে একটি শক্তিশালী প্যানেল গঠন করেছে আওয়ামীলীগ।

এছাড়াও আওয়ামী লীগের প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট সুভাষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন।

পরিষদের কোষাধ্যক্ষ পদে রয়েছেন অ্যাডভোকেট আবুল বাশার রুবেল, আপ্যায়ন সম্পাদক পদে রয়েছেন অ্যাডভোকেট স্বপন ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট সোহেল আজাদ, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট হাছিব উল হাসান রনি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডভোকেট রাজিয়া আমিন কানচি, সমাজসেবা সম্পাদক পদে অ্যাডভোকেট রাশেদ ভূঁইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল মান্নান।

কার্যকরী সদস্য পদে রয়েছেন অ্যাডভোকেট এরশাদুজ্জামান ইমন, অ্যাডভোকেট হালিমা আক্তার, অ্যাডভোকেট হোসেন আহমেদ, অ্যাডভোকেট মেরাজ সরকার ও অ্যাডভোকেট অঞ্জন দাস।