সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের মিরেরবাগ এলাকায় সাবেক ছাত্রদল নেতা বিএনপি নেতার পিএসের বিরুদ্ধে শ্রমিক দল নেতার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিকের বর্তমান পিএস ও সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিমের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।
১০ আগস্ট রবিবার দুপুরে সোনারগাঁয়ের উদ্ববগঞ্জ এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা চালানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আব্দুল হান্নান বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের অনুসারী হওয়ার কারনে আল মুজাহিদ মল্লিকের ব্যক্তিগত সহকারী আব্দুর রহিম তাদের সঙ্গে দ্বন্দে জড়িয়ে পড়েন। সম্প্রতি আব্দুর রহিম তার কাছ থেকে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। সেই চাঁদা না পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় আব্দুর রহিমের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল মীরের বাগ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানসহ ৭-৮ টি বাড়িঘরে হামলা ও ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এতে তাদের প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন তিনি। এর আগে ভুক্তভোগী শ্রমিক দল নেতা আব্দুল হান্নান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুর রহিম স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে জানান, ঘটনার সঙ্গে তিনি জড়িত না। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষে উত্তেজনা তৈরি হয়। উভয় পক্ষের মধ্যে মিমাংসা করতে গিয়ে তাদের রোষানলে পড়তে হয় তাকেও। বিষয়টি রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।