জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মোহাম্মদ মাসুদ রানা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ রানা।

১০ আগস্ট রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সলিসিটর বিভাগ এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আরও ১২ জন আইনজীবীকে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। যেখানে মোহাম্মদ মাসুদ রানা রয়েছেন।

তিনি ২০০৯ সালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে সদস্য হওয়ার মাধ্যমে আইন পেশা শুরু করেন। আদালতপাড়ায় সজ্জন ব্যক্তি হিসেবে তিনি সকল সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আইন পেশা পরিচালনা করে আসছেন।

একই সঙ্গে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পন্থী আইনজীবীদের সঙ্গে আদালতপাড়ার রাজনীতিতেও সক্রিয় অবস্থানে ছিলেন। বিগত আওয়ামীলীগ সরকার আমলে আদালতপাড়ায় বিএনপির রাজনীতিতে মিটিং মিছিল ও সভা সমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।

আইন পেশায় নিষ্ঠা, সততা ও দক্ষতার জন্য সহকর্মীদের কাছে প্রশংসিত অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ রানার এ নিয়োগে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন এবং তার সফলতা কামনা করেছেন। সেই সঙ্গে মোহাম্মদ মাসুদ রানাকে এই পদে নিয়োগ দেয়ায় নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল সহকর্মীদের সহযোগীতা কামনা করেন তিনি।