রূপগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় জেলা মহিলা পরিষদের ব্যতিক্রমী প্র্রতিবাদ কর্মসূচি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জন শ্রমিক নিহত ও অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় ১২ জুুলাই সোমবার দুপুর ১২টায় এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখা।

করোনাকালীন লকডাউনের কারণে জেলা নেতৃবৃন্দ স্ব স্ব অবস্থানে থেকে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় ৩ দফা দাবী সম্বলিত হাতে লেখা পোষ্টার হাতে নিয়ে নেতৃবৃন্দ দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

দাবী সমুহ-
১. অগ্নিকাণ্ডে নিহত ও আহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে,
২. আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে,
৩. কারখানা কর্তৃপক্ষের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

জেলা কমিটির পক্ষে সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিনা পারভীন, সাবেক সভাপতি আনজুমান আরা আসকির, সহ-সভাপতি রীনা আহমেদ, জেলা কমিটির উপদেষ্টা মাসুদা সুলতানা, সহ-সাধারণ সম্পাদক রহিমা খাতুন, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, আন্দোলন সম্পাদক শোভা সাহা, প্রশিক্ষণ সম্পাদক তড়িতা সাহা, সমাজ কল্যাণ সম্পাদক রওশন আরা পারুল, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক লায়লা ইয়াসমিন, জেলা সদ্স্য রওনক রেহানা বুলবুলি ও সুরাইয়া আক্তার, শহর সমাজকল্যাণ সম্পাদক রোজী আবেদিন, বন্দর শাখার সাধারণ সম্পাদক রীতা খানম, গোদনাইল সাধারন সম্পাদক রোকেয়া খাতুন, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, তরুণী সদস্য নীলা আহমেদ ও সুমি সরকারসহ আরো অনেকে অংশগ্রহণ করেন।