সোনারগাঁয়ে মামুনুল হকের নারী ক্যালেঙ্কারী: গ্রেপ্তারকৃত হেফাজত নেতার মৃত্যু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

রিসোর্টকাণ্ডের ঘটনায় সহিংসতার মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা খেলাফত মজলিস সভাপতি মাওলানা ইকবাল হোসেন কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছেন।

২০ মে বৃহস্পতিবার বিকাল ৩টায় তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  ঢাকার কেরানীগঞ্জ কারাগারের জেল সুপার সুভাষ উমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাহবুবুল আলম জানান, মাওলানা ইকবাল হোসেন ১১ মে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়।  পরে ডাক্তারদের নির্দেশনা মোতাবেক তাকে কেন্দ্রীয় কারাগারের অধীনে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছিল।

পরবর্তীতে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়।  মাওলানা ইকবালের বাড়ি সোনারগাঁ উপজেলার সাহাপুর গ্রামে। বাবার নাম মৃত আবু সাঈদ।

উল্লেখ্য, হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হকের রিসোর্টকাণ্ডের ঘটনায় সহিংসতার একাধিক মামলায় ১১ এপ্রিল রাজধানীর জুরাইন থেকে র‌্যাব-১১ এর হাতে গ্রেপ্তার হন মাওলানা ইকবাল হোসেন।