পাঁচটি নিয়ম পরিবর্তন: আইসিসিকে স্বাগত জানালেন মুমিনুল

Bangladesh cricketer Mominul Haque plays a shot during the first day of the second cricket Test match between Bangladesh and South Africa at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on July 30, 2015. AFP PHOTO/ Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ক্রিকেটের নিয়মে পাঁচটি পরিবর্তন এনেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির সাময়িক নিয়ম পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

আইসিসির পাঁচটি নিয়মের মধ্যে, বলে থুথু নিষিদ্ধ আছে। করোনাভাইরাসের মধ্যে বল-এ থুথু ব্যবহারে সংক্রমণ ছড়াতে পারে, তাই এটিকে নিষিদ্ধ করেছে আইসিসি। আইসিসির ক্রিকেট কমিটির সুপারিশেই বল-এ থুথু নিষিদ্ধ করা হয়েছে।

মুমিনুল হক বলেছেন, কোভিড-১৯ এর ভ্যাকসিন আবিষ্কারের আগে ক্রিকেটারদের আইসিসি নতুন নিয়মের সাথে মানিয়ে নিতে হবে।

তিনি বলেন, ‘যেহেতু আমাদের এই মুহূর্তে কিছুই করার নেই। সংক্রমণের ঝুঁকি বেশি থাকায়, আমাদের নতুন নিয়মের সাথে মানিয়ে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বোলাররা থুথু ব্যবহারে অনুমতি না পাওয়ায় সমস্যায় পড়বে। বল শাইন করাটা তাদের কঠিনই বটে। যাই হোক, সুরক্ষার জন্য আপনাকে মানিয়ে নিতে হবে।’

পুনরায় ক্রিকেট ফিরিয়ে আনার জন্য, সকলকে নতুন নিয়মের সাথে মানিয়ে চলার আহ্বান জানিয়েছেন মুমিনুল। তিনি বলেছেন, ‘আমরা জানি না, কবে-কখন ভাইরাসটি চলে যাবে। তাই নতুন নিয়মকে স্বাগত জানানোই ভালো। আমাদের সতর্ক এবং সুরক্ষিত থাকতে হবে। কারন, আমরা জানি না, আমরা কতদিন এই পরিস্থিতিতে এভাবে থাকব।’

আইসিসির নতুন নিয়মে করোনা বদলি খেলোয়াড় রয়েছে। যদি ম্যাচ চলাকালীন কোন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়ে পড়েন, তবে তার পরিবর্তে অন্য একজন খেলোয়াড়কে মাঠে নামানো যাবে। এ নিয়মটি শুধুমাত্র টেস্টের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এই বিষয়টি নিয়ে দ্বিধা-দ্বন্দে আছেন মুমিনুল।

তিনি বলেন, ‘আমি জানি না, কীভাবে এটি কাজ করবে। কখন-কখনও এই লক্ষণ প্রকাশ হতে তিনদিন সময় নেয় এবং প্রায়ই কোন টেস্ট ম্যাচ তিনদিনে শেষ হয়। তবে আমি মনে করি, টেস্ট খেলতে গিয়ে যদি কোন খেলোয়াড় সংক্রমিত হয়, খেলোয়াড় ও অফিসিয়ালকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে। তাই ম্যাচের আগে খেলোয়াড়দের পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’