নারায়ণগঞ্জ-৫ আসনটি খালেদা জিয়াকে উৎসর্গ করবো: খোরশেদ

সান নারায়ণগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম এর সমর্থনে মহানগরীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাবেক সভাপতি নাসিকের ৪বারের নির্বাচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

২২ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরীর ১৩নং ওয়ার্ডের মাসদাইর, বোয়ালিয়া খাল, গলাচিপা, ডিএন রোড এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় শত শত নেতা কর্মী যোগ দেয়।

প্রচারণাকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, এডভোকেট আবুল কালাম আমাদের সকলের মুরব্বি। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে কাজ করে তাঁকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে থাকবো। বিভাজন নয়, ঐক্যই আমাদের শক্তি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৈনিক। ব্যক্তিগত মতভেদ ভুলে দলীয় স্বার্থে এক হয়ে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন, “ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়েও দেশ বড়।” এই আদর্শ ধারণ করেই সামনে এগিয়ে যাবো। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এবারের নির্বাচন জনগণের সেই অধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু হয়। দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের আহবায়ক হাফেজ শিব্বির আহম্মেদ।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।