ঘোষিত আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম: মির্জা ফখরুল

সূত্র: জাগো নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আরো ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

এর আগে গত ৩ নভেম্বর সারাদেশের ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিলো বিএনপি। এর মধ্যে মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। আজ ফাঁকা আসনগুলোর মধ্যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো দলটি।