সান নারায়ণগঞ্জ
বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনিত দলীয় প্রার্থীর বিরুদ্ধে যাওয়ার কোনো প্রশ্নই ওঠেনা বলে মন্তব্য করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অকিল উদ্দীন ভুঁইয়া। তিনি বলেছেন, দীর্ঘ ১৭টি বছর জেল জুলুম হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি। আমরা রাজপথের বিএনপির প্রকৃত কর্মী। বিএনপির রাজনীতি করতে গিয়ে আমার ভাইকে হারিয়েছি। সুতরাং সেই বিএনপির ধানের শীষের বিরুদ্ধে যাওয়ার প্রশ্নই ওঠেনা। আমরা ধানের শীষের কর্মী, ধানের শীষের পক্ষেই আছি।
১৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬নং ওয়ার্ডে বিএনপি নেতা অকিল উদ্দীন ভুঁইয়ার সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সৌজন্য সাক্ষাত করতে যান সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক পিএস সেলিম হোসেন দিপু, উপজেলা বিএনপির সদস্য মাসুম রানা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন।
এ সময় বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ভিডিও কলে অকিল উদ্দীন ভুঁইয়ার সঙ্গে কথা বলেন এবং অকিল উদ্দীন ভুঁইয়া ধানের শীষের পক্ষের লোক এবং ধানের শীষের পক্ষেই কাজ করবেন বলেও মান্নানকে আশ্বস্ত করেন। মান্নান এ সময় নিমন্ত্রন জানিয়ে নির্বাচনে সহযোগীতা কামনা করেন। ওই সময় বিএনপি নেতা অকিল উদ্দীন ভুঁইয়া উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় তিনি এও বলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহামুদের নেতৃত্বেই বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবেন এবং বিজয়ী করে সেই বিজয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিবেন।


