মোগরাপাড়া ইউপি’র চেয়ারম্যান প্রার্থী আশরাফ: ভোট নয়, দোয়া চাই

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক হাজী আশরাফ উদ্দিন ২৪ অক্টোবর শুক্রবার ইউনিয়নের ১নং ওয়ার্ডের গুহাট্টা বায়তুল মামুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

জুমার নামাজের আগে খুতবা পূর্ব মুহূর্তে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে হাজী আশরাফ উদ্দিন বলেন, মোগরাপাড়া ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ইউনিয়ন। আমি এই ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের সেবা করতে চাই। আমি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নই, একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি একজন ব্যবসায়ী; সমাজের বিভিন্ন স্তরের মানুষ আমার কাছে আসে- আমি সবসময় চেষ্টা করি তাদের সহযোগিতা করতে, আগামীতেও করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেন আপনাদের সেবা করার সুযোগ পাই।

তিনি আরও বলেন, আমাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে না, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন-যেন আমি সময় ও সুযোগ পেলে আপনাদের পাশে থেকে প্রকৃত অর্থে সেবা করতে পারি। ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে আমি ব্যক্তিগত উদ্যোগে মশার ওষুধের ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি বাড়ি ও এলাকায় এই ওষুধ প্রয়োগ করা হবে। তবে আপনারা সবাই স্কুল, মাদরাসা, মসজিদসহ নিজ নিজ বাড়ির আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখবেন।

নামাজ শেষে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গুহাট্রা এলাকায় ব্যাপক জনসংযোগ পরিচালনা করেন। এসময় তিনি এলাকার প্রবীণ, যুবক ও ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করে তাদের খোঁজখবর নেন।

মানবিক উদ্যোগের অংশ হিসেবে গুহাট্রা বায়তুল মামুর জামে মসজিদের উন্নয়ন কাজে হাজী আশরাফ উদ্দিন এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। তার এই অনুদান পেয়ে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও তার নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, হাজী আশরাফ উদ্দিন একজন মানবিক ও সমাজসেবী ব্যক্তি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন। সততা, আন্তরিকতা ও জনসম্পৃক্ততায় তিনি ইতোমধ্যে মোগরাপাড়া ইউনিয়নে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।