দূর্গা পূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করলেন এসপি হারুন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সাতটি থানার হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
৫ অক্টোবর শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পুলিশের আয়োজনে পূজা পরিষদের সভাপতি ও অন্যান্য সদস্যদের নিয়ে পুলিশ সুপার হারুন অর রশীদ হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে এসব বস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পূজায় নিরাপত্তার বিষয়ে বলেন, আমরাও অত্যন্ত গুরুত্ব সহকারে সকল বিষয় মনিটরিং করছি। আমি ভাবতাম নারায়ণগঞ্জে কয়দিন থাকি জানি না কিন্তু পূজাটা করে যেতে পারলে ভালো লাগত। কারণ শুধু দায়িত্ব নয় উৎসবে আনন্দ রয়েছে। পূজা শুধু দায়িত্বতা নিয়ে নয় আনন্দ নিয়েই পূজায় আমরা নিরাপত্তা দিবো।

তিনি দাবি করেন, পুলিশের সাথে এলাকার সকল এমপি, মন্ত্রীদের সাথে সুসম্পর্ক রয়েছে। শুনলাম এই এলাকার ৫ আসনের এমপি সেলিম ওসমান এবারের পূজায় ২০ লক্ষ টাকা দিয়েছেন। প্রত্যেকটি পূজা মন্ডবে টাকা দিয়েছেন। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। বাংলাদেশের প্রতেকটি জেলা যদি এমন করা যেত তাহলে খুবই ভালো হতো।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস সাহা, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) মো. সাজ্জাদ রোমন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, ফতুল্লা থানা কমিটির সভাপতি রঞ্জিত মন্ডল, সাধারণ সম্পাদক অরুণ দাস, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস ও সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি শিশির ঘোষ অমর প্রমূখ।