নারায়ণগঞ্জে তিন মাদক সেবীকে কারাদণ্ড

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ শহরের তিন মাদক সেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। একই সঙ্গে তাদের অর্থদণ্ড দেয়া হয়েছে।

জানাগেছে, ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানাধীন দাপাইদ্রাকপুর, সাহারা সিটি বালুরমাঠ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোঃ রতনকে ৫০ গ্রাম গাঁজা এবং মো: আজমীর ও মোঃ আরিফকে ৪ পিস ইয়াবা সহ আটক করা হয়।

গাঁজা সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ ও বহন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)নং টেবিলের ২১ ধারা মোতাবেক মোঃ রতনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সেবনের উদ্দেশ্যে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট সংরক্ষণ ও বহন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)নং টেবিলের ১৬ধারা মোতাবেক মোঃ আজমীর ও মোঃ আরিফকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।