কাজিম উদ্দীনকে ফের সভাপতি চায় তিতাস গ্যাস শ্রমিক কর্মচারীরা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সাধারণ সভা ২ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কাজিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় পরিষদের সভাপতি শুক্কুর মাহমুদ।

সভায় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির, প্রকাশনা সম্পাদক কেএম আযম খসরু, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল মোতালেব।

সভা পর্যবেক্ষণে ছিলেন শ্রম অধিদপ্তরের পরিচালক আবুল হাসনাত, সহকারি পরিচালক মাসুদা সুলতানা। সভায় বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে তিতাস গ্যাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)এর সারাদেশের নেতৃবৃন্দ একাট্টা হয়ে নারায়ণগঞ্জের শ্রমিক নেতা কাজিম উদ্দিন প্রধাণকে সমর্থন জানান।

তাদের মতে, একমাত্র কাজিমউদ্দিন প্রধানই শ্রমিকবান্দব এবং যোগ্য নেতা। তার নেতৃত্বে আবারও তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক ইউনিয়নকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যেতে চান।