রাজনীতি ব্যবহার করে আমরা সন্ত্রাসী করছি: আনোয়ার হোসেন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন সোনার বাংলা গড়ে তুলতে হলে সোনার মানুষ হতে হবে। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে গিয়ে আমি কয়েকবার জেল খেটেছি। আমরা সোনার মানুষ গড়ে তুলতে পারিনি। রাজনীতি ব্যবহার করে সন্ত্রাসী করছি। আবার রাজনীতির পদ ব্যবহার করে মাদক ব্যবসা করছি।

১৭ আগস্ট শনিবার সকালে বন্দর থানা আওয়ামীলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

আনোয়ার হোসেন আরও বলেন, ১৫ আগস্টে আমরা আমাদের পিতাকে হারিয়েছি। আমরা আমাদের নেত্রী শেখ হাসিনাকে হারাতে চাইনা। রাজকারদের গাড়িতে যারা পতাকা তুলে দিয়েছিল। তারা আজও সক্রিয়।

বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহামুদা মালা, যুব মহিলালীগের নেত্রী নুরুন নাহার সন্ধ্যা ও বন্দর থানা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু প্রমূখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন জসু, ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ডা. শহিদুল্লাহ, আওয়ামীলীগ নেতা দেওয়ান মোহাম্মদ আলী, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বাতেন, মহিলালীগের নেত্রী সালমা বেগম, ইউনুছ খান খোকন, মিলন, মিজা, সাঈদ, রানা, সজিব, ইমরান, শাওন ও রুবেল প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতির জনক ও তাঁর পরিবারের জন্য বিশেষ দোয়াসহ অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।