ফতুল্লা থানায় গ্রেপ্তার ১১

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী ও ওয়ারেন্ট ভূক্ত আসামি গ্রেপ্তারের অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও চোরাই লোহার পাটা সহ ১১ আসামিকে গ্রেপ্তার করেছে।

ফতুল্লা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগষ্ট রাতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিলে অভিযান চালায়। এ অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামি পাগলা পূর্বপাড়া এলাকা থেকে নেছার আহম্মেদ মামুনের স্ত্রী মোসা: মাসুমা, ছেলে আল আমিন, মন্টু শিকদারের স্ত্রী আকলিমা বেগম, পশ্চিম রসূলপুর এলাকার মৃত চাঁনমিয়ার ছেলে সজীব, পশ্চিম দেওভোগ এলাকার নিজাম ড্রাইভারের ছেলে রাসেল, ইকবালের ছেলে রুম্মন ওরফে রকি ওরফে পারভেজ গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লা থানা পুলিশের একটি টীম গত ২ আগষ্ট রাতে ভোলাইল গেদ্দার বাজার এলাকায় মাদক অভিযান চালিয়ে নরসিংপুর এলাকার ফারুকের ছেলে ইলিয়াস, ভোলাইল গেদ্দার বাজার এলাকার আজাদ রহমানের ছেলে আকাশ, মুসলিমনগর এলাকার সিরাজ দেওয়ানের ছেলে স্বপনকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে।

থানার আরেক টীম গত ২আগষ্ট বিকেলে ফতুল্লার পাগলা মেরী আন্ডারসনের সামনে সড়ক হতে ১৮০ কেজি ওজনের ৬টি লোহার পাটা সহ লাল চাঁন, মাজলকে গ্রেপ্তার করেছে। লালচাঁন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন মাইজপাড়া এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে। সে পাগলা জেলেপাড়া ভাড়া থাকে। মাজল আলীগঞ্জ এলাকার মৃত হাজী আলী আক্কাসের ছেলে। এ ব্যাপারে পুলিশ বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।