বিদ্যা নিকেতন হাই স্কুলে বই মেলায় যা বললেন জাফর ওয়াজেদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট এর মহাপরিচালক জাফর ওয়াজেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন ধরণের বই পড়ার মধ্য দিয়ে পৃথিবীকে হাতের মুঠোয় আনা সম্ভব। যে যত বেশি বই পড়বে, সে পৃথিবী সম্পর্কে তত বেশি জানতে পারবে।

তিনি শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বেশি বেশি শিক্ষামূলক বই পড়ার তাগিদ দেন। তিনি বলেন, মাদক ও সন্ত্রাস আমাদের সমাজে যুবকদের গ্রাস করছে। এ যুব সমাজকে বিপথ থেকে একমাত্র বই পাড়ে সঠিক পথে ফিরিয়ে আনতে। আমাদের আগামী প্রজন্মকে যত যত বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে পারবো তত বেশী দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তিনি স্কুল কলেজ সহ সকল মিক্ষা প্রতিষ্ঠানে পাঠাগার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরো করেন।

নারায়ণগঞ্জ শহরের বিদ্যা নিকেতন হাই স্কুলে তৃতীয়বারের মত তিনদিন ব্যাপী বই মেলার আয়োজন করেছে শিশু-কিশোর সংগঠন কৈশোর তারুণ্যে বই। ২০জুলাই শনিবার দুপুরে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে এ বই মেলার উদ্বোধন করেন পিআইবি এর মহাপরিচালক জাফর ওয়াজেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কৈশোর তারুণ্যে বই এর সভাপতি, সময় টেলিভিশনের পরিচালক ও বার্তা প্রধান তুষার আবদুল্লাহ, সংগঠনের ট্রাষ্ট্রি সদস্য সৈয়দ জাকির হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কাসেম হুমায়ুন, শিক্ষানুরাগী কাশেম জামাল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

প্রথম দিনেই জমে উঠেছে বই মেলার প্রাঙ্গন। এবারের বই মেলায় রাজধানীর আটটি পুস্তক প্রকাশনী সংস্থা দেশের বিখ্যাত লেখকদের নতুন নতুন বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী সব ধরণের বইয়ের পসরা সাজিয়েছেন।

পুস্তক বিক্রেতারা জানান, গল্প, কবিতা, সাহিত্য, সায়েন্স ফিকশন, শিশুতোষ, কিশোর রহস্য, গোয়েন্দা কাহিনী, রূপকথা, ভৌতিক, জীবনীগ্রন্থ ছাড়াও ইতিহাস, সাধারণ জ্ঞাণ, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের উপর বিভিন্ন লেখকের নানা ধরণের বই এবারের মেলায় প্রাধান্য পেয়েছে।

বিদ্যা নিকেতন হাই স্কুলে কৈশোর তারুণ্যে বই আয়োজিত তিনদিন ব্যাপী এ বই মেলা চলবে আগামী ২২ জুলাই সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত।