আড়াইহাজারে মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী অপহরণ, গ্রেপ্তার ২

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃত মাদ্রাসা শিক্ষার্থী স্থানীয় চারগাঁও এলাকার বাসিন্দা।
এর আগে ছাত্রীর মা বাদী হয়ে ১৭ জুন সোমবার সকালে পাঁচজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ এরই মধ্যে অপহরণে সহযোগিতার অভিযোগে স্থানীয় চারগাঁও এলাকার সফর আলী ছেলে সহোদর আনসর আলী ও মনসুর আলী নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তবে মূল অপহরণের অভিযুক্ত একই এলাকার হান্নানের ছেলে সাব্বিরকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।

জানাগেছে, ১৬ জুন রবিবার সকাল ১০টার দিকে স্থানীয় রসুলপুর মহিলা মাদ্রাসায় যাওয়ার সময় ওই শিক্ষার্থী অপহরণের শিকার হন। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

ছাত্রীর মা জানান, তার মেয়েকে মাদ্রাসায় আসা যাওয়ার সময় একই এলাকার বখাটে সাব্বির উত্ত্যক্ত করতো। এতে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে আরো কয়েকজন মিলে তাকে অপহরণ করেছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই আতাউর বলেন, মূল অপহরণকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় সহযোগিতার অভিযোগে দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।