আড়াইহাজারে মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ব শক্রতার জের ধরে জামাল হোসেন নামে এক মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি ওই এলাকার জজ মিয়ার ছেলে।

তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ১৪ জুন শুক্রবার বিকেলে স্থানীয় কালাপাহাড়িয়ার চরলক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় কমলাপুর এলাকার আসগর আলীর ছেলে মোবারকের সঙ্গে তার দীর্ঘদিন ধরে ব্যবসায়ীক দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে তার নেতৃত্বে শুক্রবার বিকেলে আরো অজ্ঞাতনামা ৪/৫ জন লোক দা ও লাঠিসোটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় কুপিয়ে তার একহাতের রগ কেটে ফেলা হয়। এ ছাড়াও কুপিয়ে তার সারা শরীরির ক্ষতবিক্ষত করা হয়েছে।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।