বৃষ্টি —— কামরুন্নাহার লিজা

বৃষ্টি এসো মনের ভেতর, হৃদয়কে ভিজিয়ে
অনুভূতিকে আলোড়িত করে
হতাশাকে ভেঙেচুড়ে।
আমার সকল চাওয়া পাওয়াকে আলোকিত করে
সবুজ করে তোল আমার চাওয়া সকল ইচ্ছেকে
আমি ভিজতে চাই, প্রকৃতির ছোঁয়ায়
উপভোগ করতে চাই তোমার ভালবাসার সকল স্পর্শকে।

আমি বৃষ্টি চাই, বৃষ্টি চাই,
তোমার আকুলতাকে জানতে চাই, ভাবতে চাই,
অর্জন করতে চাই, তান্ডবে জাগতে চাই
দেবে বৃষ্টি তোমার রঙিন ছোঁয়া?

রংধনুকে রং এর ছোঁয়ায় আকঁতে চাই
বৃষ্টির আগমন আর ভেজানো অনুভূতি সবই যেন
নতুন নতুন অনুভূতিকে রাঙিয়ে তোলে।
বৃষ্টি যেন সেই আমাদের নতুন মনের নতুন সুরের গান
হৃদয়ের স্পন্দন, উড়ন্ত ঘুড়ি
যা উড়ে বেড়ায় নীল আকাশের নীলিমায়।
বৃষ্টির প্রকৃত ছোয়ায় তাই ভিজতে চাই বলহুবার
বৃষ্টি এসো আপন ভুবনে, আপন মনে।