যুবদল মানবতার প্রতীক: বিএনপি নেতা মান্নান

সান নারায়ণগঞ্জ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, যুবদল শুধু রাজনীতির সংগঠন নয়, যুবদল মানবতার প্রতীক। রক্ত দান মানে শুধু একজন মানুষের জীবন বাঁচানো নয়, এটি মানবতার সেবা এবং জীবনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক।

২৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় সোনারগাঁ উপজেলা যুবদল এ কর্মসূচির আয়োজন করে।

যুবদল নেতা রাকিব হাসানের সঞ্চালনায় আজহারুল ইসলাম মান্নান বলেন, যুব সমাজের দায়িত্ব শুধু পরিবর্তনের স্বপ্ন দেখা নয়, বরং সেই পরিবর্তনে নিজের ভূমিকা রাখা। রক্তদান সেই মানবিক দায়িত্বেরই অংশ। যারা আজ স্বেচ্ছায় রক্ত দান করেছেন, তারা সত্যিকারের দেশপ্রেমিক ও মানবসেবক।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় মানবতার রাজনীতি করে। আমরা চাই একটি সুস্থ সমাজ, যেখানে প্রতিটি তরুণ নিজের দায়িত্ববোধ থেকে অন্যের পাশে দাঁড়াবে। আজ যুবদল সেই মানবিক নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান, পৌরসভা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর ইসলাম সেন্টু, সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মানিক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন বিজয়, সোনারগাঁ উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য নোবেল মীর, আরিফুল ইসলাম বাবু, ইয়ামিন মোল্লা ও আদনান শরীফ।

রক্তদান কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা মানবতার সেবায় রক্তদানের অঙ্গীকার ব্যক্ত করেন এবং যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।