সান নারায়ণগঞ্জ
‘আওয়ামীলীগ যা করেছে আমরা সেটা করবো না’ এই অঙ্গীকার নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
২৯ অক্টোবর বুধবার বিকেলে নগরের কালীরবাজার ফ্রেন্ডস মার্কেট, চারারগোপ এলাকায় ওষুধ মার্কেট ও সাধারণ দোকানদার ও আগত ক্রেতাদের কাছে ৩১ দফাল লিফলেট ও আগামীর বাংলাদেশ গঠনে তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরেন।
লিফলেট বিতরণ শেষে তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক বলেছেন তারা রাষ্ট্রক্ষমতা চায় না। এবার তারা চায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে। জনগণের সেবার দায়িত্ব নিতে। আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের মানুষের হক যেভাবে নষ্ট করেছে, আদালত, থানা থেকে শুরু করে মসজিদ ও মার্কেট কমিটি গুলোও তারা দখলে রেখে ধ্বংস করে দিয়েছে। এসব থেকে উদ্ধার পেতে আমরা ধানের শীষ মার্কায় ভোট চাই। মানুষ বলতে পারে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল আপনারা একটি রাজনৈতিক দল তাহলে আপনাদের কেন ভোট দিবো। আমি বলতে চাই আওয়ামী লীগ গত ১৭ বছরে যা যা করেছে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তা করবে না। আওয়ামী লীগ যা করেছে আমরা সেটা করবো না। তাহলে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। এদেশকে একটি খুন গুম মুক্ত মানবিক রাষ্ট্রে পরিণত করবে তারেক রহমান। রাষ্ট্রের কোন বাহিনী কখনো কোন মায়ের সন্তানকে খুন গুম করবেনা। বিএনপির নেতাকর্মীরা কারো হক নষ্ট করবে না। তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন যারাই সীমা লঙ্গন করবে কারো হক নষ্ট করবে তারা বিএনপির কেউ না। সীমা লঙ্গনকারী কেউ পাড় পাবে না সে যত বড় নেতাই হোক। বিএনপি ক্ষমতায় আসলে এদেশে কোন সন্ত্রাসীর ঠাঁই হবেনা। হুমকি ধামকি করে নেতা হওয়ার বড় ভাব দেখিয়ে নেতা হওয়া যাবেনা। মানুষের ভালবাসা নিয়েই ভোট আদায় করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মাহমুদ বকুল, মো. মিঠু, মুছা মিয়া, মোশারফ, নাহিদ, মনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।


