সান নারায়ণগঞ্জ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্যবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেনের কুরুচিপূর্ণ, অশালীন ও মিথ্যা ইঙ্গিতপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে লিখিত বিবৃতি দিয়েছে পিরোজপুর ইউনিয়ন বিএনপি।
১ অক্টোবর বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক জয়নাল মেম্বার স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
লিখিত বিবৃতিতে জানানো হয়, পিরোজপুর ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দ আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ও শুনেছি যে, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাদ্দাম হোসেন স্থানীয় তার নিজস্ব বিএনপির একটি অনুষ্ঠানে বেসামাল কথাবার্তা বলেছেন। বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা এবং নারায়ণগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশিদের নিয়ে ও অশালীন মিথ্যা বক্তব্য রাখেন। পরবর্তীতে তা গণমাধ্যমে প্রকাশিত হলে জনসাধারণের মাঝে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে বলে আমরা উপলব্ধি করছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলকে সু-সংগঠিত করার জন্য ঐক্যবদ্ধ থাকার কঠোর নির্দেশনা প্রদান করছেন বারংবার, সেখানে এ ধরনের অসৌজন্যমূলক অসভ্য বক্তব্য দলের ঐক্য বিনষ্ট করার মূল কারন হতে পারে বলে আমাদের বিশ্বাস।
দলীয় দায়িত্বপূর্ণ জায়গায় থেকে সাদ্দাম হোসেনের এধরনের অসভ্য অশালীন ও কুরুচিপূর্ণ মিথ্যা উদ্দেশ্যেপ্রণোদিত বক্তব্য উপস্থাপন তার চরম দায়িত্বহীন নেতৃত্বের বহিঃপ্রকাশ ও দলের শৃঙ্খলা পরিপন্থী বলে মনে করে পিরোজপুর ইউনিয়ন বিএনপি।
অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে দলীয় শৃঙ্খলা বিনষ্টের কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। নচেৎ তার এধরণের অসভ্য বক্তব্যকে সমর্থন ও উৎসাহী করা হয় বলে আমরা মনে করি।
অসাংগঠনিক ও দায়িত্বহীন অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ্যাডভোকেট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক পদক্ষেপ নেয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দদের প্রতি জোড় দাবি জানাচ্ছি।