সান নারায়ণগঞ্জ
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সোনারগাঁও উপজেলা আওতাধীন মোগরাপাড়া ইউনিয়ন এবং সোনারগাঁও পৌরসভার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করে হিন্দুসম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধা থেকে গভীর রাত অবধি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহ জাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, নিজামুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা মাসুম রানা, রাকিব সহ নেতৃবৃন্দ।