সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা শেষে ফুল দিয়ে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম ভূঁইয়া, আড়াইহাজার পৌর মেয়র মোঃ সুন্দর আলী, এসি (ল্যান্ড) শামসুজ্জাহান কনক, ওসি মোহাম্মদ আহসানউল্লাহ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।