শিক্ষাখাতকে এগিয়ে নিতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার: মেয়র হাসিনা গাজী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাখাতকে এগিয়ে নিতে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।’

২৭ এপ্রিল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় আনন্দ পল্লী পার্ক মাঠে রূপগঞ্জ উপজেলা কিন্ডার গার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির তারাবো পৌরসভা শাখার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা, সনদপত্র ও নগদ অর্থ প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র হাসিনা গাজী বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড বা শিক্ষা জাতির উন্নতির পূর্বশর্ত। মেরুদ- ছাড়া মানুষ কখনোই চলতে পারে না, তেমনি সুশিক্ষিত লোক ছাড়া একটি দেশ চলতে পারে না।’

শিক্ষার্থীরা যাতে মাদক ও জঙ্গীবাদে জড়াতে না পারে সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে মেয়র বলেন, ‘মাদকাসক্তি শিক্ষার্থীদের সকল মেধা সৃজনশীলতাকে দিন দিন বিঘ্নিত করছে। কৌতহল থেকে মাদকাসক্তির সৃষ্টি হয়। সুতরাং, সকল ছাত্র-ছাত্রীকে উৎসাহবশে মাদক গ্রহণ না করার দিকে সজাগ থাকতে হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরো সচেতন ও সজাগ দৃষ্টি রাখতে হবে।’

তিনি বলেন, ‘একজন শিশুও যাতে প্রাথমিক শিক্ষার বাইরে না থাকে সে লক্ষ্যে বর্তমান সরকারের উদ্যোগ প্রশংসনীয়। প্রাথমিকের সব শিশুই এসেছে উপবৃত্তির আওতায়। শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করায় বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে বিশ্বের রোল মডেলে পরিণত হচ্ছে।’

তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে দেশ শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল। কিন্তু বর্তমান সরকারের সঠিক সিদ্ধান্তে শিক্ষা ক্ষেত্রে দেশ ব্যাপক এগিয়ে যাচ্ছে। এখন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া হচ্ছে।

তারাবো পৌরসভা কিন্ডার গার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি আলহাজ্ব ডাক্তার মোহাম্মদ হানিফ সাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা কিন্ডার গার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মনিরুল হক ভুঁইয়া মনির, তারাবো পৌরসভা কিন্ডার গার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক এম এ হান্নান সবুজ প্রমূখ।