বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময়ই এসপি জানতেন শামীম ওসমান ‘হিরো’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি দেশব্যাপী আলোচিত আওয়ামীলীগ নেতা একেএম শামীম ওসমানকেই নারায়ণগঞ্জের কৃতি সন্তান মনে করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। একই সঙ্গে পুলিশ সুপার জানিয়েছেন তিনি যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন ওই সময় থেকেই জানতেন শামীম ওসমান একজন হিরো।

২৭ এপ্রিল শনিবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সংগীত, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসপি হারুন অর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সভাপতি রাব্বী মিয়া।

ওই অনুষ্ঠানে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানকে নিয়ে বলেন, ‘এই এলাকার সম্মানীত সংসদ সদস্য এই এলাকার কৃতি সন্তান। আমার আমার অত্যন্ত প্রিয় নেতা। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন যাকে আমরা খুব হিরো হিসেবে জানতাম তিনি আজকের প্রধান অতিথি জনাব শামীম ওসমান।’

এসপি হারুন আরো বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা একাত্তরকে ভুলে যেতে পারেনাই বলেই বঙ্গবন্ধুকে হত্যা করে শাহ আজিজকে প্রধানমন্ত্রী, গোলাম আজমকে নাগরিকত্ব দিয়ে তারা আবার স্বাধীনতা বিরোধী চক্রান্তকারীদের গাড়িতে পতাকা দিয়ে এদেশের স্বাধীনতাকে ভুলন্ঠিত করতে চেয়েছিল। তারা ভেবেছিল স্বাধীনতার পক্ষের শক্তি আর কথা বলার সুযোগ পাবেনা। আজকে জাতির জনকের কন্যার নেতৃত্বে স্বাধীনতা বিরোধীদের বিচার শেষ হয়েছে, ওই গোলাম আজমদের বিচার হয়েছে, জামাত শিবিরের বিচার শুরু হয়েছে আবার নতুন কায়দায় চক্রান্ত শুরু হয়েছে।

এসপি হারুন আরো বলেন, নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বোমা হামলা, যশোরে বোমা হামলা, রমনায় বোমা হামলা, ময়মনসিংহে সিনেমা হলে বোমা হামলা করে শত শত লোককে হত্যা করেছে, অনেককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। কারণ যখনই দেখেছে স্বাধীনতার পক্ষের শক্তি দ্বারা বিজয় রচিত হয়েছে, দেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তখনই ওই জামাত-শিবির চক্র বিভিন্ন কায়দায় জঙ্গিবাদ করে বোমা হামলা করে মানুষকে হত্যা করে। তারা আসলে ইসলাম নয় তারা ইসলামের শত্রু। আবার তারা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে একত্রিত হওয়ার চেষ্টা করছে।

মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানিয়ে এসপি হারুন বলেন, আপনারা মুক্তিযোদ্ধাদের একত্রিত হবে। বিভিন্ন পাড়া মহল্লায় খোঁজ নিতে হবে, মজজিদগুলোতে খবর নিতে হবে। কারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প তুলে আমাদের দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, কারা বিদেশীদের বিনিয়োগ বন্ধ করতে চায় সেগুলো খেয়াল রাখতে হবে।

ওই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩(সোনারগ৭াও) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। এছাড়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক ও নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল প্রমূখ উপস্থিত ছিলেন।