বন্দরে র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩’শ বোতল ফেন্সিডিল উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় র‌্যাব-১১ এর অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং মাদক বিক্রয়ে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।

৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার, সহকারী পরিচালক, সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ৬ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুরের রাফি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৩০০ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ সহ আসামী-মোঃ রাব্বি হাওলাদার ও মোঃ ইয়াছিন মোল্লাকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুরের রাফি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা হতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।