আড়াইহাজারে বিকাশ এজেন্টকে দেয়া ৫০ হাজার টাকা হয়ে গেলো কাগজ!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌর বাজারের আশিক সুপার মার্কেটের বিকাশ এজেন্টের দোকানে এক ব্যক্তি ৫০ হাজার টাকা বিকাশ করে নগদ ৫০ হাজার টাকার বান্ডেল রেখে যাওয়ার ১০ মিনিটের মধ্যে সকল টাকা অলৌকিকভাবে সাদা কাগজে পরিণত হয়ে যায়। আশ্চর্যজনক এ ঘটনাটি ঘটেছে ১ মার্চ বুধবার সকাল ১১টায়।

বিকাশ দোকানদার শিমুল জানান, ওই সময় একজন অপরিচিত লোক তার দোকান থেকে বিকাশে অন্য একটি নম্বরে ৫০ হাজার টাকা পাঠাতে বলে। দোকানদার টাকা পাঠানোর পর ওই লোক তাকে নগদ ৫০ হাজার টাকার একটি বান্ডেল দিয়ে চলে যায়। দোকানদার টাকার বান্ডেলটি তার ক্যাশ বাক্সে রাখার ১০ মিনিটের মধ্যে ক্যাশ বাক্স খুলে দেখেন বান্ডেলের সব টাকা সাদা কাগজে পরিণত হয়ে গেছে। এ ঘটনায় দোকানদার শিমুল হতবাক হয়ে যায় এবং কান্না শুরু করেন। লোকজন জড়ো হয়ে দোকান্দারকে শান্তনা দেন এবং এ ধরনের প্রতারণার হাত থেকে বেঁচে থাকার জন্য শতর্ক থাকার ব্যাপারে সকলকে পরামর্শ দেন।

তবে স্থানীয়রা ধারণা করছেন, বিষয়টি অলৌকিক মনে হচ্ছে না। হয়তো বিকাশের এজেন্টকে কোনো নেশাজাতীয় দ্রব্য খাইয়ে কাগজগুলো হাতে দিয়ে প্রতারক চলে গেছে। কিংবা কোনোভাবে তাকে অবচেতন করে কাজটি করেছে প্রতারক।