যুগের চিন্তা পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বহুল প্রচারিত ও পাঠক জনপ্রিয়তার শীর্ষে থাকা দৈনিক যুগের চিন্তা পত্রিকার ডিক্লারেশন (প্রামাণিকরণ) বাতিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার পূর্বাচল উপশহরের ৯নং সেক্টরে বাঙ্গাল বাড়ি এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা এ মানববন্ধন করে।

এতে অংশগ্রহণ করেন- রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লেখক গবেষক ও কলামিষ্ট লায়ন মীর আব্দুল আলীম, সহ-সভাপতি ও মাই টিভির সাংবাদিক মকবুল হোসেন, খলিল শিকদার, এ হাই মিলন, আলম হোসেন, মনির হোসেন মনু, আশিকুর রহমান হান্নান, মাসুদ করিম, শফিকুল আলম ভূইয়া, জাহাঙ্গীর আলম হানিফ, রাসেল আহম্মেদ, সুশীল সরকার, জি এম সহিদ, শাহাদাৎ হোসেন, সাইফুল ইসলাম, মীর শফিকুল ইসলাম, বিপ্লব হাসান ও মো.নূর আলম প্রমুখ।

বক্তব্যে লায়ন মীর আব্দুল আলীম বলেন, বর্তমান সরকারের সময়ে গণমাধ্যম সম্প্রসারিত হয়েছে। দিনদিন টিভি চ্যানেল ও পত্রিকার সংখ্যা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও দৈনিক যুগের চিন্তা পত্রিকার ডিক্লারেশন বাতিল করার সিদ্ধান্তটি দুঃখজনক। তিনি অবিলম্বে এ আদেশ প্রত্যাহারের দাবি জানান।