নারায়ণগঞ্জ জেলা বিএনপির শীর্ষ পদে মাহমুদুর রহমান সুমন

আবদুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আড়াইহাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন। গত মাসের ১৮ মার্চ নারায়ণগঞ্জ জেলা বিএনপির ২০৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর কমিটির তালিকা ১০ এপ্রিল মিডিয়াতে প্রকাশিত হয়। কমিটির সভাপতি পদে কাজী মনিরুজ্জামান মনির ও সেক্রেটারি অধ্যাপক মামুন মাহামুদ।

গত বছর কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি এএম বদরুজ্জামান খান খসরু পরলোক গমন করেন। তারপর আড়াইহাজার উপজেলা বিএনপির নেতাকর্মীরা এক সভার মাধ্যমে আড়াইহাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাহমুদুর রহমান সুমনকে দায়িত্ব দেন। তিনি বদরুজ্জামান খান খসরুর ছেলে। খসরুও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি পদে ছিলেন। সেই পিতার স্থান দখল করছেন মাহমুদুর রহমান সুমন। এর আগে মাহমুদুর রহমান সুমন আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক পদেও ছিলেন।

নেতাকর্মীরা বলছেন, প্রয়াত নেতা খসুরুর মৃত্যুর পর আড়াইহাজার বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করতে মাঠে নামেন সুমন। দলীয় কর্মসূচিও পালন করেন তিনি। যার ফলে তিনি নাশকতার মামলায় আসামীও হয়েছেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রাথমিকভাবে মনোনয়ন পান মাহমুদুর রহমান সুমন। যেখানে চূড়ান্তভাবে মনোনয়ন পান কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এখানে বিএনপির রাজনীতিতে জড়িত সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর তার বয়সের কারনে রাজনীতি থেকে বিদায়ের পথে। গত নির্বাচনে আজাদ দলীয় প্রতীক পেলেও নেতাকর্মী শূন্যতায় ভুগেন। যার ফলে নির্বাচনের পর আড়াইহাজারে আজাদের কোন অবস্থান নেই। আড়াইহাজার বিএনপির এখন কর্ণধার মাহমুদু রহমান সুমন।