নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে ইউএনও নাহিদা বারিকে ফিরলো গতি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সুদক্ষ সরকারি কর্মকর্তা সেই নাহিদা বারিক। যিনি নারায়ণগঞ্জে এর আগে এসিল্যান্ড ও জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে আলোচিত হয়ে ওঠেছিলেন। এবার তার যোগদানের পর নারায়ণগঞ্জ উপজেলা পরিষদে প্রায় এক বছর পর আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। তার যোগদানের মাধ্যমে উপজেলা পরিষদে কাজের গতি ফিরে পেয়েছে।

জানাগেছে, ৮ এপ্রিল সোমবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সভা কক্ষে এ মাসিক আইনশৃংখলা কমিটির সভাটি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন যাবত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা না হওয়ায় সভায় উপস্থিত অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক সবাইকে আশ্বস্ত করেছেন আগামীতে প্রতি মাসে নিয়মিত উপজেলা পরিষদে উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

উপজেলার আইনশৃংখলা কমিটির মাসিক সভা শেষে পরিষদের চেয়ারম্যানেরা সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিককে ফুল দিয়ে বরণ করেন এবং ফুলের শুভেচ্ছা জানান। এসময় তারা উন্নয়নমূলক কর্মকান্ড সহ সকল বিষয় উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, নারায়ণগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান ইসলাম, ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেদ আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন এবং সদর মডেল থানা পুলিশের পরিদর্শক জয়নাল আবেদীন প্রমুখ।