সোনারগাঁয়ে জাল ভোট দিতে গিয়ে ইউপি মেম্বার সহ দুজনের কারাদন্ড

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়ের প্রতীকের প্রার্থী বাবু ওমরের পক্ষে জাল ভোট দেয়ায় অভিযোগে ইউনিয়ন পরিষদের একজন সদস্য ও আরেকজন সমর্থককে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম তাদের এ কারাদন্ড প্রদান করেন।

জানাগেছে, রবিবার উপজেলা নির্বাচনকে সামনে রেখে বাবু ওমরের ২ সমর্থক আচরণবিধি লঙ্ঘন করে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ে ভাইস-চেয়ারম্যান প্রার্থী বাবু ওমরের পক্ষে টিউবওয়ের প্রতীকে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এসময় তাদের নাম, বাবার নাম ও এলাাকা সঠিকভাবে বলতে না পারায় আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলমকে একদিনের ও নিজামউদ্দিন নামের আরেকজনকে ১৫ দিনের সাজা প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম।