মহানগর যুবদলের নতুন কমিটি গঠনে ‘চোর বাটপারদের শিক্ষা হইছে’

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করেছে কেন্দ্রীয় যুবদল। ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে আহ্বায়ক মমতাজ উদ্দীন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজল। এ ছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি ও সাহেদ আহমেদ রয়েছেন। এই কমিটি গঠনের বিষয়ে বিগত কমিটির প্রতি চরম ক্ষোভের সঙ্গে নতুন কমিটি গঠনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা রাকিবুল দেওয়ান।

কমিটি গঠনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাকিবুল দেওয়ান লিখেছেন, আমার খুব ভাল লাগছে যে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নবগঠিত আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তু এবং মনিরুল ইসলাম সজলকে কমিটি দেওয়ার জন্য। কারন তারা দলের জন্য ঐ ঘুমন্ত এন্টি গ্রুপের চেয়েও উত্তম। ওরা কিছু নেতা বলে দল করবে না, কেন করবে না? কারন ওদের কমিটি দেয় নাই। এই জন্যে দল করবে না। কিসের ওরা দল করবেনা? দল ছাড়া ওদের কোন পরিচয় আছে নাকি? কারন ওরা দল দিয়া ধান্ধা করে, ওগো দল ছাড়ার সাহস নাই। ওদের সাবেক মহানগর যুবদলের সভাপতির এই প্রেসক্রিপসনে ওরা ঘোষণা দিয়েছে মাত্র, দল করবে না। কিসের ওরা দল করবে না। কয়েকদিন পরই দেখবেন ওরা আবার বিএনপির মহানগর লইয়া দৌড়াদৌড়ি করবে। তবে আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তার বিচার বলতে কিছু যে আছে। এটাই আমি পূর্ণভাবে আজ বিশ্বাস করছি। ধন্যবাদ আল্লাহকে সময়মত তার বিচার করার জন্য। আমার মত একজন একনিষ্ঠ যুবদল কর্মীকেও ওরা মূল্যায়ন করে নাই। যে রাকিবুল দেওয়ান দল ছাড়া কিছুই বুঝে নাই, সেই আমাকে ওরা অবজ্ঞা করেছে। আমি মহানগরের নবগঠীত যুবদলের সব সদস্যদেরকে অনেক অনেক মিষ্টি খাওয়াতে চাই। যারই ইচ্ছা করে আমার কলা বাগানে এসে মিষ্টি অবশ্যই খেয়ে যাবেন। মিষ্টি খাওয়ার আমার একটাই কারন কিছু চোর বাটপারদের শিক্ষা হইছে। আমার অনেক অনেক অনেক আনন্দ লাগতেছে।’