নারায়ণগঞ্জে শ্রমিক লীগে কোনো চাঁদাবাজের স্থান নেই: আব্দুল কাদির

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কাদির বলেছেন, নারায়ণগঞ্জ জেলার মেহনতি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে কাজ করছে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি। আমরা চাই পরিবহন মালিক ও শ্রমিক কর্মচারীদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক। পরিবহন শ্রমিকেরা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশের অর্থনীতিকে সচল রাখছে। মালিক শ্রমিক ঐকবদ্ধ থাকলে দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী হবে। শ্রমিক লীগে কোন চাঁদাবাজদের স্থান নেই। শ্রমিক লীগকে শক্তিশালী করার লক্ষ্যে সমস্ত শ্রমিক কর্মচারীদেরকে শ্রমিকলীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করছি।

১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে উৎসব পরিবহন মালিক সমিতির অফিসে এক মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন।

এসময়ে উৎসব পরিবহন মালিক সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের কমিটিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সবধরনের সহযোগিতা করার আশা ব্যক্ত করেন। পরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. কামাল হোসেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সামসুজ্জামান, শ্রমিক নেতা জিলানী, জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোখলেসুর রহমান, আলী হোসেন, অনীল কুমার বিশ্বাস, হাফিজ আহম্মেদ, জাহাঙ্গীর হোসেন বেপারী, সাহাব উদ্দিন পাঠান, আনোয়ারুল হক সুমন, পাভেল খান, জেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি ফকির নুর হোসেন, বন্দর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ, জেলা যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক গাজী লিটন প্রমুখ।