সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
সোনারগাঁকে মডেল উপজেলা গড়ার লক্ষ্যে ১২দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান কালাম। নির্বাচনী প্রচারনার শেষ দিন ২৯ মার্চ শুক্রবার ১২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তিনি। সকালে সোনারগাঁ যাদুঘরের বিপরীতে অবস্থিত নিজ নির্বাচনী প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।
‘প্রতিশ্রুতি নয়, ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার, বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা হবে সোনারগাঁ’ এই শ্লোগানে তিনি এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
তার ইশতেহারে ঘোষণা করেছেন- ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ সোনারগাঁ উপজেলাকে পর্যটনের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার অনুযায়ী গ্রামকে শহরে রূপান্তরের লক্ষ্যে পদক্ষেপ নেয়া হবে।
এছাড়াও রাস্তাঘাট উন্নয়ণ, যোগাযোগ, সুপেয় পানি, আধুনিক স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা, মানসম্পন্ন শিক্ষা, উন্নত পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি, কম্পিউটার ও দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা, বৈদ্যুতিক সরঞ্জামসহ মানসম্পন্ন ভোগ্যপণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সকল সুবিধাদি দেয়ার ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, আওয়ামীলীগ সরকারের ইশতেহার অনুযায়ী আগামী ২০২৩ সালের মধ্যে সোনারগাঁ উপজেলায় ‘যুব বিনোদন কেন্দ্র’ গড়ে তোলা হবে। যেখানে থাকবে বিভিন্ন ইনডোর গেমস এর সুবিধা, মিনি সিনেমা হল, লাইব্রেরি, মাল্টিমিডিয়া সেন্টার, ‘সাহিত্য ও সংস্কৃতি’ কর্নার, মিনি থিয়েটার ইত্যাদি। রাস্তাঘাটের উন্নয়ণসহ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে অগ্রাধিকার দেয়া হবে। বেকারত্ব দূরীকরণে শিক্ষিত যুবক-যুবতীদের প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে তরুণ উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করা হবে। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।
এছাড়াও প্রাথমিকে শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ ও শিক্ষার হার শতভাগে উন্নীতকরণে ব্যবস্থা গ্রহণসহ সোনারগাঁয়ে একটি আধুনিক মানের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে “ডোর টু ডোর মেডিকেল ক্যাম্পিং” চালু করা হবে। উন্নত জীবনের সুরক্ষার জন্য প্রয়োজন একটি নিরাপদ, শান্তিপূর্ণ উপজেলা। পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার কথাও বলেন তিনি।
সেই সঙ্গে সোনারগাঁও উপজেলা পরিষদে টেন্ডারবাজি ও স্বজনপ্রীতি রোধের পাশাপাশি সকল প্রকার কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। উপজেলা পরিষদে সকল প্রকারের নাগরিক সেবা নিশ্চিতে অগ্রাধিকার দেয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি পুলিশিং ও গ্রাম পুলিশের কার্যপরিধি বাড়ানোসহ শক্তিশালী করণে পদক্ষেপ নেয়া হবে। সুশাসন প্রতিষ্ঠায় সকল জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজ, পেশাজীবি সংগঠনের সমন্বয়ে প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে কাউন্সিলিংয়ের উদ্যোগ নেয়া হবে বলেও জানান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও ঘোড়া প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান কালাম।