জনগণ জাতীয় পার্টিকেই রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়: মুজিবুল হক চুন্নু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো: মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, দেশের জনগণ আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাবেক সফল রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের গৌরবোজ্জল শাসনামলের কথা এখনো ভুলে নাই। তাই আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণ জাতীয় পার্টিকেই রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। সেই লক্ষ্যে ৩০০ আসনে মনোনয়ন দেওয়ার জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছে জাতীয় পার্টি।

তিনি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র রূহের মাগফিরাত এবং মহাসচিবের দায়িত্ব পালনকালে পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের ঐকান্তিক সহযোগিতা কামনা করে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

১১ অক্টোবর সোমবার সন্ধ্যায় মহাসচিব নিযুক্ত হওয়ার পর কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম আগমন উপলক্ষে পার্টির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হন নবনিযুক্ত মহাসচিব জনাব মুজিবুল হক চুন্নু এমপি।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এডভোকেট কাজী ফিরোজ রশীদ এমপি, কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো: রেজাউল ইসলাম ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, প্রেসিডিয়াম সদস্য মো: জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা নুরুল আজহার শামীম, হেনা খান পন্নি, মো: জহিরুল আলম রুবেল, হারুন অর রশীদ, মো: জামাল হোসেন, জহুরুল হক জহির, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: আরিফুর রহমান খান, ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ, আমির উদ্দিন আহমেদ ডালু, সিনিয়র যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব অ্যাড.শাহিদা রহমান রিংকু, ফকরুল আহসান শাহজাদা, মো: বেলাল হোসেন, একেএম আসরাফুজ্জামান খান, সম্পাদক মন্ডলীর সদস্য নির্মল দাস, মো: হেলাল উদ্দিন, এবিএম লিয়াকত হোসেন চাকলদার, হুমায়ুন খান, মাহমুদা রহমান মুন্নী, সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মো: ইসহাক ভুইয়া, আহাদ ইউ চৌধুরী শাহীন, মিজানুর রহমান মিরু, খোরশেদ আলম খুশু, নজরুল ইসলাম, সুজন দে, মো: আক্তার হোসেন দেওয়ান, শেখ মাসুক রহমান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, মো: ইব্রাহিম আজাদ, শারফুদ্দিন আহমেদ শিপু, নির্বাহী সদস্য- আবু সাঈদ স্বপন, আবু নাঈম ইকবাল, শেখ সারোয়ার হোসেন, রিতু নুর, সদস্য- হাজী মো: শাহজাহান, ফেরদৌসী বেগম বকুল, এড. আবু ওয়াহাব, ফররুখ আহমদে, মাহবুবুর রহমান খসরু, জিয়াউর রহামন বিপুল, তাসলিমা আকবর রুনা, মো: নজুরুল ইসলাম, মিথিলা রোয়াজা, মো: রমজান আলী ভুইয়া, জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান, কেএম সুজন, জাতীয় পার্টি নেতা আব্দুল লতিফ মিয়া, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন, ছাত্রনেতা ফকির আল মামুন প্রমুখ।