সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ম্যাক্স সোয়েটার বিডির ব্যবস্থাপনা পরিচালক কাজী মনিরুজ্জামানের আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব ম্যাক্স সোয়েটারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ম্যাক্স সোয়েটারের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ম্যাক্স সোয়েটার ব্যবস্থাপনা পরিচালক কাজী মনিরুজ্জামান মনির।
এসময় কাজী মনিরুজ্জামান মনির বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সবাই দোয়া করবেন। বাংলাদেশের পোশাক শিল্পকে এগিয়ে নিতে বেগম খালেদা জিয়া অনেক বড় ভূমিকা রেখেছেন।


