সান নারায়ণগঞ্জ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ১ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ভবনের নিচ তলায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, স্পেশাল পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আব্দুর গাফফার সহ বিপুল সংখ্যক আইনজীবীগণ।


