সোনারগাঁয়ে ইঞ্জিনিয়ার মাসুমের বিশাল আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে ব্যাপক আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এই আয়োজন করেন। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সোনারগাঁও মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে এ জন্মদিন পালন করা হয়।

প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা বাদ্য-বাজনা নিয়ে শেখ হাসিনার ছবি সম্বলিত গেঞ্জি পড়ে জুড়ো হতে থাকেন স্কুল মাঠে। বিকেল হতেই মাঠের কানায় কানায় লোকে লোকালন্য হয়ে যায়। পরে এক আলোচনা শেষে কেক কেটে জন্মদিনটি পালন করা হয়। এসময় নেতারা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বক্তব্য প্রদান করেন।

জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদোর চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রবিন, সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী শাহ মো. সোহাগ রনি, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ মোল্লা, যুগ্ন আহবায়ক ডা: আতিকুল্লাহ, মাসুম বিল্লাহ, শাহাবুদ্দিন প্রধান, শ্রমিকলীগ নেতা তাজুল ইসলাম, আবু হানিফ, আলম চাঁন, কামাল হোসেন, পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুজ্জান আসাদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।