শিক্ষার্থীদের ভবিষৎের চিন্তা করেছে শেখ হাসিনার সরকার: এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, সারা পৃথিবীতে করোনা ভাইরাস আক্রমণ করেছে। বাংলাদেশও এ মহামারী থেকে রক্ষা পায়নি। সেই কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

IMG 20210929 151459

তিনি আরও বলেন, এ মুহূর্তে আমাদের দেশে করোনার প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। শিক্ষার্থীদের ভবিষৎ চিন্তা করেছে সরকার। যে কারনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান পূণরায় খুলে দিয়েছে সরকার। আজকে আমার কোমলমতি শিশুরা মনের আনন্দে বিদ্যালয়ে আসছে, মনের আনন্দে লেখাপড়া করছে। আগামীতে তারা এ দেশের নেতৃত্বে আসবে। একটি উন্নয়নশীল দেশে রুপান্তর করবে এটা আমার প্রত্যাশা।

২৯ সেপ্টেম্বর বুধবার সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৪৯নং বাড়ীমজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ৪তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

IMG 20210929 151355

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস নার্গিস আক্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার দৌলত রহমান খান, সহকারী শিক্ষা অফিসার কানিজ ফাতিমা, লোরা আক্তার, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম ইকবাল, ইউনিয়ন পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম মানিক, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জাবেদ রায়হান, আলমগীর কবির মেম্বার, ফজলুল হক মাস্টার, আব্দুল মান্নান মেম্বার, জহির হোসেন, হোসেন মঞ্জুর মল্লিক হিরু প্রমূখ।