সোনারগাঁয়ের তিনটি ইউনিয়নবাসীর প্রত্যাশা পুরণ করলেন এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার তিনটি ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পুরণ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উপর দিয়ে আনন্দবাজার বেইলি ব্রীজের স্থলে হতে যাচ্ছে আধুনিক ব্রীজ। ঝরাঝীর্ণ বেইলি ব্রীজটি দিয়ে প্রতিদিন বৈদ্যেরবাজার, বারদী ও নোয়াগাঁও ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতায়াত করতেন। নানা দূর্ঘটনা ঘটতো। অবশেষে সেখানে আধুনিক ব্রীজ হতে যাচ্ছে। ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন এমপি খোকা।

২৬ সেপ্টেম্বর রবিবার বিকেলে এই ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন এমপি লিয়াকত হোসেন খোকা।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে ধন্যবাদ জানান। তাছাড়া তিনি তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। মহাজোট সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং আগামী ২ বছরের মধ্যে আল্লাহর রহমতে সকল অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবেন বলে জানান এমপি খোকা।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রীজের কাজের শুভ সূচনা করেন এমপি লিয়াকত হোসেন খোকা।

এ সময় বিশেষ উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া।

নারায়ণগঞ্জ সড়ক বিভাগ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল মেহেদী, সোনারগাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা ইসলাম ফেন্সি, বৈদ্যেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ, নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোঃ আলী মেম্বার, জাপা নেতা আব্দুল বাসেদ মেম্বার, মোঃ আইয়ুব আলী মেম্বার, মোঃ মোবারক হোসেন মেম্বার, মোঃ আবুল হোসেন মেম্বার, মোঃ আবু ছিদ্দিক মেম্বার, মোঃ সুরাইয়া বেগম মেম্বার, আনোয়ার বেগম মেম্বার, নারী নেত্রী জাহানারা বেগম, রুনা বেগম মেম্বার, সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আবুল হোসেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আনিসুর রহমান বাবু,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাবেদ রায়হান জয়, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, মোঃ আনোয়ার হোসেন মেম্বার, মোঃ সাকিব হাসান জয় মেম্বার, সাজেদ আলী মেম্বার, সাবেদ আলী মেম্বার, মোঃ বকুল মিয়া মেম্বার, মোঃ গেলমান ভুঁইয়া মেম্বার, বৈদ্যার বাজার ইউনিয়ন জাতীয় পার্টি নেতা মোহাম্মদ শেখ ফরিদ, মোঃ ইলিয়াস মিয়া, মোঃ মোক্তার হোসেন, মোঃ খবিরউদ্দিন,মোঃ হারুনুর রশিদ আপন, মোঃ কামাল পারভেজ, মোঃ হাসান রিতু, মোঃ সানাউল্লাহ বেপারী, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল বাসেদ, মোঃ ফজলুল হক মাষ্টার, মোঃ আইয়ুব আলী, মোঃ আজহার হোসেন, মোঃ রিয়াদ হোসেন, আজিজুল,মোঃ জনি সহ মহাজোট সরকারের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।