ইঞ্জিনিয়ার মাসুমের অর্থায়নে দুটি রাস্তা নির্মাণ, কয়েক হাজার মানুষের দূর্ভোগ লাঘব

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে পিরোজপুর ইউনিয়নের পাঁচআনি চরগোয়ালদী মাহফুজুর রহমানের বাড়ী হতে আবদুর রহমানের বাড়ী পর্যন্ত মাটি ভরাট ও আরসিসি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

২৬ সেপ্টেম্বর রবিবার সকালে পিরোজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাঁচআনি চরগোয়ালদী এলাকায় এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এসময় উপস্থিত সকলের সম্মুখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হাতে ৩ লক্ষ টাকা ও ভাটিবন্দর মাদ্রাসার উন্নয়ণ কাজের জন্য ২ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত এ রাস্তাটি বেহাল দশায় কয়েক গ্রামের জনগণ ও শিক্ষার্থীরা চলাচলে খুবই অসুবিধে হয়। এই রাস্তাটি নির্মাণ করা হলে কয়েক হাজার গ্রামবাসীর দূর্ভোগ লাঘব হবে বলে জানান এলাকাবাসী।

ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন- পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, পিরোজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম, সাবেক মেম্বার মনির হোসেন প্রমুখ।

রাস্তা নির্মাণ ও মাদ্রাসায় অনুদান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম।