সোনারগাঁয়ে টিকার ২য় ডোজ ক্যাম্পিং কার্যক্রম পরিদর্শনে এমপি খোকা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ-(সোনারগাঁও) ৩ আসনের জাতীয় সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের টিকার ২য় ডোজের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।

৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী কেন্দ্র সহ বিভিন্ন পরিদর্শন করেন তিনি।

এ সময় জনতার উদ্দেশ্য এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সাধারণ মানুষকে স্বাস্থ্যখাত স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে করোনা টিকার ব্যবস্থা করেছেন। দেশের প্রতিটি মানুষ যেনো করোনায় আক্রান্ত না হন সেজন্য প্রতিটি নাগরিককে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আমি আপনাদের খোঁজখবর নিতে এসেছি। আপনারা কেউ ধৈর্য হারাবেন না। করোনা আক্রান্ত হলেও মনোবল শক্ত রেখে সরকারের নির্দেশনা মোতাবেক চিকিৎসা গ্রহণ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, জাতীয় সেচ্ছাসেবকপার্টির সদস্য আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, পৌরসভা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক ওমর ফারুক টিটু, জাতীয় পার্টি পিরোজপুর ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম ভুইয়া, পিরোজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর কবির, শামীম আহম্মেদ, মুক্তার হোসেন, মজিবুর মেম্বার সহ পিরোজপুর ইউনিয়নের প্রত্যেক মেম্বারগণ।