সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন ওমরের সন্ত্রাসী বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছেন। নির্বাচনে জয়ের আগেই তার বাহিনীর সন্ত্রাসীরা অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নাইম ইকবালের দুই কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠলো। এর আগে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ২৫ ডিসেম্বর কাচপুুর যুবলীগ কার্যালয় ভাংচুর ও গুলিবর্ষণ করে আতংকের নাম হয়ে ওঠে বাবু ওমর।
এদিকে জানাগেছে, সোনারগাঁয়ে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ব্যাপক আলোচনায় থাকা আবু নাইম ইকবালের পোষ্টার লাগানোয় টিউবওয়েল প্রতীকের প্রার্থী বাবু ওমরের সমর্থকরা দুই কর্মীকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৭ মার্চ রবিবার দপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার উপজেলার কোনাবাড়ি এলাকায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নাইম ইকবালের সমর্থকরা তালা প্রতীকের পোস্টার লাগায়। এসময় টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর সমর্থক স্থানীয় সন্ত্রাসী মাসুদুজ্জামান মাসুদ তালা প্রতীকের সকল পোস্টার ছিঁড়ে ফেলে এবং মজিবুর ও এমদাদুল নামে আবু নাইম ইকবালের দুই কর্মীকে পিটিয়ে আহত করে।
এসময় সন্ত্রাসী মাসদু টিউবওয়েলের পোস্টার ছাড়া অন্য কোন প্রার্থীর পোস্টার লাগালে অথবা কেউ অন্য প্রার্থীর এজেন্ট হলে তাকে কুপিয়ে হত্যা করার হুমকি দেয়। এ ব্যাপারে মাসুদুজ্জামান মাসুদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নির্বাচনকে ঘিরে কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এখানে উল্লেখ্যযে, সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ৬ জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন। যেখানে ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার তুঙ্গে থাকা শিক্ষানুরাগী আবু নাইম ইকবাল পেয়েছেন তালা প্রতীক। বর্তমান ভাইস চেয়ারম্যান শাহআলম রূপন মাইক প্রতীক, সাবেক ভাইস চেয়ারম্যান এম জাহাঙ্গীর হোসেন চশমা প্রতীক, বাবুল ওমর বাবু টিউবওয়েল, মনির হোসেন উড়োজাহাজ ও সাংবাদিক শাহজালাল মিয়া বই প্রতীকে নির্বাচন করছেন।