বন্দরের তিনগাঁওয়ে বীরমুক্তিযোদ্ধা বাদশা মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকার বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা মোঃ বাদশা মিয়া (৭০) আর নেই। ৫ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টায় নারায়ণগঞ্জ শহরের ৩শয্যা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য নাতি-নতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন।

বৃহস্পতিবার খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টায় তিনি মারা যান। বাদ আছর স্থানীয় তিনগাঁও জামে মসজিদে জানাজা শেষে গার্ড অফ অনারের মাধ্যমে রাষ্ট্রীমর্যাদা প্রদান করা হয়। জানাজা শেষে নবীগঞ্জ কবরস্থানে দাফন করা হয়।

পরে বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বন্দর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর জিপু। জানাজার নামাজে ইমামতি করেন তিনগাঁও জামে মজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবুল কাশেম।

জানাজায় অংশ নেন স্বেচ্ছাসেবকলীগ নেতা মহসিন জালাল মনি, তিনগাঁও জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মিন্টু,অর্থ সম্পাদক আনিসুর রহমান, সমাজ সেবক ওমর আলীসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।