ছলনা ——শাহাদাৎ হোসেন ভূঁইয়া

——————
মনে বড় বড় আশা
ছলনার সাথে হয় খেলা
ভুলের মাঝে করি বসবাস
এই আমাদের বিশ্বাস।
কি করি কি করি
জীবন শুধুই হায় হায়
লাভের অংশ পিঁপড়ায় খায়
সবই আমাদের কর্মের ফল।
ভাবি বসে নিরালায়
মনে মনে হায় হায়
কি করিলাম এই জীবনে
আবহমান স্বল্প সময়ে
বয়সের ভারে নুয়ে পড়ে।
কাল অতিবাহিত হয়
সিন্ধু তার জায়গায় রয়
ফিরাব কেমনে তারে
যে চলে যায়।