মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্ট: উপজেলা নির্বাহী অফিসারের দলের পরাজেয় ফাইনালে নোয়াগাঁও!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্য মুজিববর্ষ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী হয়ে ফাইনালে ওঠেছে নোয়াগাঁও সুপার কিংস।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের টিম সোনারগাঁও কিংস ইলেভেনকে হারিয়ে ফাইনালে ওঠেছে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ানের টিম নোয়াগাঁও সুপার কিংস।

২২ মার্চ সোমবার পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ানের দল নোয়াগাঁও সুপার কিংস বনাম সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের দল সোনারগাঁও কিংস ইলেভেন।

সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় বঙ্গবন্ধু মুজিববর্ষ গোল্ডকাপ টুর্নামেন্টে ২য় সেমিফাইনালে ৭ রানে নোয়াগাঁও সুপার কিংস দল সোনারগাঁ কিংস ইলেভেন দলকে পরাজিত করে জয় লাভ করেছে।

এ জয়ের সুবাদে নোয়াগাঁও সুপার কিংস দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে, ফাইনাল খেলার দিনক্ষন নির্ধারণ না হলেও বঙ্গবন্ধু গোল্ডকাপ টূর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হবে পিরোজপুর পাইরেটস অফ মেঘনা বনাম নোয়াগাঁও সুপার কিংস।

খেলার শুরুতে নোয়াগাঁও সুপার কিংস টসে জিতে ব্যাট করার সিদ্বান্ত নেয়। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। নোয়াগাঁও সুপার কিংস এর পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন প্রসেন জিৎ ও সোনারগাঁ কিংস ইলেভেনের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট পান আরাফাত।

নোয়াগাঁও সুপার কিংস এর দেয়া ১৯২ রানের জবাবে ব্যাট করতে নেমে সোনারগাঁ কিংস ইলেভেন ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ ৪৩ রান করেন নিলু ও নোয়াগাঁও সুপার কিংসের পক্ষে সর্বোচ্চ উইকেট পান এনাম।

পরে খেলায় জয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এ সময় নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হা-মীম সিকদার শিপলু, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, ক্রীড়া সংস্থার কর্মকর্তা কবির হোসেন, দেলোয়ার হোসেন মিন্টু, নজরুল ইসলাম সহ অন্যান্যরা।

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।