সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন গাবতলী নিবাসী সাখাওয়াত হোসেনের কনিষ্ঠ ছেলে সন্তান এবং বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল আলমের ছোট ভাই মোঃ শাহ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন নারায়ণগঞ্জ ইউনিট।
জানাগেছে, ২ মার্চ শনিবার রাত সাড়ে ৭টায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন শাহ আলম (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স ছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
৩ মার্চ রবিবার সকাল সাড়ে ৮টায় গাবতলী শাহী মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে মাসদাইর সিটি গোরস্থানে লাশ দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইউনিটের মোঃ লিয়াকত আলী ভূঞা, মোঃ হাবিবুবুর রহমান, এসএম খায়রুল হাসান, মোঃ শাহেদুল হক সুমন, মাহবুবুর রহমান মুকুল, মোঃ আল আশরাফ বিন্দু, মোঃ নূরে আলম মাসুদ, ফারুক আহমদ রিপন, শাওন কবির সালেহী, মোঃ আলী আশরাফ, মোঃ জিয়া, হাবিব মৃধা মামুন, খালিদ সাইফুল্লাহ ও মোঃ শাওন প্রমুখ।