জীবন রহস্য ———সাবিনা হোসনেয়ারা

জীবন রহস্য
———সাবিনা হোসনেয়ারা

বলিনা ত বলা হয়ে যায়
করিনা ত কে যেন করিয়ে নেয়
কোন শক্তি নেই আমার —
কোন ই ক্ষমতা নেই জানার-
নেই কিছু জোর করে পাবার।

শুধু মনে হয়- অদৃশ্য এক বলয়ের ভেতর
— আমরা সবাই বন্দী — অন্য কিছুর ওপর,
সাধ্য নেই সে বলয়ের বাইরে যাওয়ার
ইচ্ছে হলেও কারো- তোমার- আমার।

কোথা থেকে আসি- কোথায় চলে যাই —
মাঝখানে কিছু- কিছু পাই বা না পাই
কোথায় থামবে এ জীবন – তা-ও জানা নাই
অন্তরের বিকশিত মনোবল অকালে হারাই–

এ-ই তো আমি, এইতো তুমি
এইতো জীবনের জয়গান —
কতটা দামী বা কতটা ঠুনকো
হই –আমি ভেবে হয়রান।